সিলেবাস বাতিলের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের মানববন্ধন

শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন ও সিলেবাস বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ইসলামী আন্দোলনের যশোর জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম, সদর থানা শাখার সভাপতি উসমান গণি, ছাত্র আন্দোলনের সভাপতি রুবেল ইসলামসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা শিক্ষানীতি বাস্তবায়নে প্রণীত শিক্ষা আইন ও সিলেবাসকে ‘হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি করেন।
বক্তারা বলেন, শিক্ষানীতি-২০১০ এর আলোকে তৈরি করা সিলেবাস প্রমাণ করে এ শিক্ষানীতির মতলব জঘন্য। এ শিক্ষানীতি বাংলাদেশকে ইসলাম ও মুসলমানশুন্য করার রণকৌশল। তারা আরো বলেন, দেশপ্রেমিক ঈমানদার মুসলমান কোনোভাবেই এ শিক্ষানীতি মেনে নিতে পারে না।