যশোরে ‘গোলাগুলি’তে একজন নিহত

যশোর সদর উপজেলায় ‘গোলাগুলি’তে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তালেব। তিনি যশোর শহরের বারান্দীপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। মাদকের ব্যবসা করায় তিনি একবার জেলও খেটেছেন। তাঁর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দাবি করেন, গতকাল দিবাগত রাতে তাঁরা খবর পান, শহরতলির তরফ নওয়াপাড়ার একটি খেজুরবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এর ভিত্তিতে একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ীদের হটিয়ে দিতে ১০টি ফাঁকা গুলি ছোড়ে। ওই সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে খেজুরবাগানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, কোতোয়ালি থানার এসআই মাহমুদুল হাসান রাত ২টা ১০ মিনিটে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ডা. ইউসুফ আরো জানান, ওই ব্যক্তির বাঁ পাশের চোখে গুলির চিহ্ন আছে।