মেহেরপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত, আহত ১

মেহেরপুরে গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে আজ শুক্রবার বিকেলে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছে। একই সময় সদর উপজেলার গোভীপুর গ্রামে বজ্রপাতে আরেক গৃহবধূ আহত হন।
নিহত গৃহবধূর নাম আয়েমা খাতুন (৩২)। তিনি গাড়াবাড়িয়া গ্রামের মাঝপাড়ার কৃষক কালু শেখের স্ত্রী। আর আহত নাসেরা খাতুন (৪০) সদর উপজেলার গোভীপুর গ্রামের জয়মুদ্দিনের স্ত্রী। নাসেরাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আয়েমা খাতুনের দুই ছেলেমেয়ে। আজ বিকেল ৪টার দিকে বাড়ির নলকূপের পানি দিয়ে তিনি গোসল করছিলেন। ওই সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আয়েমা খাতুন মারা যান। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসিন্দা জয়মুদ্দিন জানান, বিকেল ৪টার দিকে তাঁর স্ত্রী নাসেরা খাতুন বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি দগ্ধ হন। দ্রুত তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।