গাঁজার জন্য ৬ মাস সাজা

মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে হামিদুল ইসলাম (৪৫) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হামিদুল ইসলামের বাড়ি গাংনী উপজেলার কসবা গ্রামে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ।
জামাল আহমেদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ২২ (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় হামিদুল ইসলামকে এ দণ্ডাদেশ দেন তিনি।
এ সময় গাংনী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাজাব আলী উপস্থিত ছিলেন।
এর আগে আজ ভোররাতের দিকে কসবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোস্তাজাব আলী সঙ্গীয় ফোর্সসহ দীঘলকান্দি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ হামিদুলকে গ্রেপ্তার করেন।