পুলিশের তথ্যদাতা সন্দেহে ৩ নারীর ওপর হামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের তথ্যদাতা সন্দেহে এক স্কুলছাত্রী, তার মা ও বোনের ওপর হামলা চালিয়েছেন মাদক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন উথলী গ্রামের স্কুলছাত্রী লাভলী খাতুন, তার বোন লাবণী ও মা সহিতন। হামলার ঘটনায় জীবননগর থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী লাভলী খাতুনের ওপর হামলার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন কাজল জানান, ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিগগিরই বৃহৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আহত ছাত্রী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুলিশ উথলী গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী জোনাব আলীর বাড়িতে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যান জোনাব আলী। পুলিশ ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে পুলিশ চলে যাওয়ার পর জোনাব আলী ও তাঁর বাবা জামাত আলী মিলে পুলিশের তথ্যদাতা সন্দেহে লাভলী খাতুন, তার বোন লাবণী ও মা সহিতনকে মারধর করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় পৃথক মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।