চুয়াডাঙ্গায় বাউল আখড়া জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে বাউল জুলমত শাহর আখড়া জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুই বাউলের চুল কেটে তাঁদের নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জুলমত শাহ জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার পর ২০ থেকে ২৫ বছর বয়সী আট থেকে নয়জন যুবক আখড়ায় ঢুকে প্রথমে তাঁকে (জুলমত শাহ) খোঁজ করে। তাঁকে পেয়ে প্রথমে চোখ বেঁধে ফেলে। তাঁর হাত-পা বেঁধে আশ্রমের ভেতরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তাঁর সঙ্গে থাকা স্ত্রী মোমেনা বেগম ও রিনুপদ হালদারেরও (গুরু ভাই) চোখ-হাত-পা বেঁধে রাখা হয়। এর পর দুর্বৃত্তরা তাঁর ও রিনুপদ হাওলাদারের চুলের অনেকটা অংশ কেটে দেয়।
দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন জুলমত শাহ। তিনি জানান, ঘণ্টা দেড়েক দুর্বৃত্তরা সেখানে তাণ্ডব চালায়। তবে তাদের কাউকে তিনি চিনতে পারেননি।
জুলমত শাহ আরো জানান, তাঁদের দুটি বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ১৭ হাজার টাকা, বইপত্র, আসবাবপত্র, অনেক কাঁথা ও বালিশ, এক বস্তা চাল, শ্যালো মেশিন পুড়ে গেছে। অনেক গাছও কেটে ফেলেছে তারা।
তবে ঘটনার সময় উপস্থিত আট বছর বয়সী নাতি রাকিবকে দুর্বৃত্তরা কিছু বলেনি বলে জানান জুলমত।
এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, জুলমত শাহর দুটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে তিনি নিজে ও তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) আবদুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।