কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিয়ে চট্টগ্রামে কর্মশালা

চট্টগ্রামে সচেতনতামূলক কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন আলোচকরা। ছবি : এনটিভি
দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার উন্নতি এবং কম বয়সে গর্ভধারণ সম্পর্কিত বিষয়ে চট্টগ্রামে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় ইউএসআইডির অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. শরীফ উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ অন্যরা।
সভায় গত ১০ বছরে বাংলাদেশে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার স্বাস্থ্যসেবা নিয়ে ৩২টি প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করা হয়। কীভাবে অল্প বয়সী কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার উন্নতি করা যায়, তা নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এ ছাড়া অল্প বয়সে গর্ভধারণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।