শপথ নিলেন ২২৮ শিক্ষানবিশ চিকিৎসক

শপথ নিয়েছেন চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে যোগ দেওয়া শিক্ষানবিস চিকিৎসকরা।
এ বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) থেকে ২২৮ জন শিক্ষার্থী এমবিবিএস পাস করে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে যোগ দিচ্ছেন।
আজ শনিবার সকালে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের মওলানা ভাসানী অডিটোরিয়ামে এই চিকিৎসকদের শপথ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) মোস্তফা কামাল উদ্দিন, ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টির পরিচালক নীনা ইসলাম, ডা. মাহবুবুল আলম চৌধুরীসহ অন্যরা।
শিক্ষানবিশ চিকিৎসকদের শপথবাক্য পাঠ করান চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. এ এম এস এহতেশামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. প্রবাদ চন্দ্র বড়ুয়া।
প্রধান অতিথি মোস্তফা কামাল উদ্দিন বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। শিক্ষানবিশ এই সময়টাকে যাঁরা হাতেকলমে শেখার মাধ্যমে যথাযথভাবে কাজে লাগাতে পারবেন, ভবিষ্যতে তাঁরাই সফল হবেন। শুধু অর্থের দিক বিবেচনা না করে সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে দেশের অবহেলিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।