জীবনমানের উন্নয়ন করেই মধ্যম আয়ের দেশ : প্রধানমন্ত্রী

শুধু অর্থের পরিমাণ বাড়িয়ে নয়, দেশের মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যম আয়ের দেশ মানে শুধুমাত্র ওই যে আমরা বেশকিছু টাকা বানায়ে বলে দিলাম যে এই আমাদের মধ্যম আয়, তা না। আমরা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ তাদের আর্থসামাজিক উন্নতির মধ্য দিয়ে, তাদের দারিদ্র্যের হার থেকে মুক্তি দিয়ে এই সাধারণ মানুষগুলিকে আমরা তুলে আনতে চাই। এটাই কিন্তু আমার একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটা উদ্দেশ্য। যে এই মানুষগুলিকে আস্তে আস্তে ওই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে একটু মানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে তুলে আনা। এবং তারা যেন পরনির্ভরশীল না হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। এতে করে আমার গোটা বাংলাদেশেরই আর্থসামাজিক উন্নতি হবে। এবং আমরা দ্রুত করতে পারব।’
শেখ হাসিনা আরো জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে এরই মধ্যে ভালো ফলাফল আসছে। আর এই প্রকল্পের মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব বলে মনে করেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য সব সরকার দেশকে দুর্যোগ, দুর্ভিক্ষ আর দরিদ্রের দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেই পরিচয় পরিবর্তন করে বর্তমান সরকার দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। এসব কারণেই বিএনপির থেকে আওয়ামী লীগ আলাদা বলেও উল্লেখ করেন তিনি।