জামালপুরে বন্যার পানিতে দুই নারীর মৃত্যু

পুরোনো ছবি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে ইসলামপুর উপজেলার চরপুটমারী ইউনিয়নের বেনুয়ার চর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইত্তেফাকের জেলা প্রতিনিধি হালিম দুলাল ঘট্নাস্থল থেকে জানান, বন্যার পানিতে নিমজ্জিত রাস্তা পার হওয়ার সময় প্রবল স্রোতে রাস্তা থেকে ছিটকে নদীতে ডুবে যান দুই নারী। পরে এলাকাবাসী নদী থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে।
চরপুটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ মাস্টার জানান, লাশ দুটি নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে। দাফনের ব্যবস্থা চলছে।
নিহত দুজন হলেন নয়াপাড়া গ্রামের মনোয়ারা বেগম ও চিনারচর আকন্দপাড়া গ্রামের মরিয়ম বেগম।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘এ বিষয়ে আমি শুনেছি। আমি খোঁজ নিচ্ছি।’