ঝালকাঠিতে ছাত্রলীগকর্মী হত্যায় যুবক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগকর্মী সজল হাওলাদারকে গুলি করে হত্যার ঘটনায় আয়াস খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে হত্যার মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
গতকাল শনিবার রাতে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে ওই যুবকে গ্রেপ্তার করা হয়। আয়াস খানের বাড়ি নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামে। পুলিশ দাবি করেছে, আয়াস ও তাঁর সঙ্গীরাই সজলকে হত্যা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, আয়াস খানকে নলছিটি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ব্যাপারে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
গত ৩ জুলাই সকাল ১০টায় উপজেলার মালুহার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মোল্লারহাট ইউনিয়ন ছাত্রলীগকর্মী ও পশ্চিম কামদেরপুর গ্রামের বাসিন্দা সজল হাওলাদার। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর বাবা রফিকুল ইসলাম তুজাহার হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রতিবেশী পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে শাহাদাত হোসেন মোল্লা নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনার তদন্ত চলাকালে ২৬ দিন পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামের আয়াস খানকে গ্রেপ্তার করা হয়।
নিহতের পরিবার জানিয়েছে, গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদ নিয়ে বিরোধের জেরেই সজলকে হত্যা করা হয়।