চট্টগ্রামেই স্মার্টকার্ড পাবেন স্থানীয় বিদেশগামী শ্রমিকরা

এখন থেকে বিদেশগামী শ্রমিকরা চট্টগ্রাম থেকেই তাঁদের বহির্গমন ছাড়পত্র ও স্মাটকার্ড সংগ্রহ করতে পারবেন।
আজ রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
নিজের বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি বলেন, চলতি জুলাই পর্যন্ত গত ছয় মাসে চার লাখ ১৭ হাজার ৯৩৫ জন মানুষ বিদেশ গেছে। চলতি বছরে এর সংখ্যা আট লাখ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ মন্ত্রীর। এ ছাড়া রাশিয়ায় ৪০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, অস্ট্রেলিয়াসহ ইউরোপে কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ১০ শতাংশ চট্টগ্রামের বাসিন্দা। যার সংখ্যা পাঁচ লাখ ৪১ হাজার ৭০৯ জন। এই তথ্য জানিয়ে নুরুল ইসলাম বিএসসি বলেন, বিদেশ যাওয়ার আগে শ্রমিকদের নিবন্ধন, আঙুলের ছাপের পাশাপাশি স্মাট কার্ড, বহির্গমন ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এত দিন ঢাকা থেকে শ্রমিকদের এসব প্রক্রিয়া সম্পন্ন হতো। সরকার এসব বিকেন্দ্রীকরণ করে এবার চট্টগ্রাম ও সিলেট থেকেও চালু করেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপারে একটি ইনস্টিটিউট অব মেরিন টেনোলজি স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে সারা দেশের ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সচিব শামসুন নাহার, বিভাগীয় কমিশনার রুহুল আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক সেলিম রেজা, বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের পরিচালক শামীম আনসারী এবং বায়রার সভাপতি জাফর আহমদ বক্তব্য দেন।