বাগেরহাটে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন

তৃণমূল পর্যায় থেকে সাঁতারুদের খুঁজে বের করতে বাগেরহাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে শহরের প্রাণকেন্দ্র মিঠা পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বাগেরহাটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈমুল হক, লেফটেন্যান্ট কমান্ডার এম নাহিদ হাসান, প্রশিক্ষক বেগুন পার্ক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুল হাসান, বাংলাদেশ জাতীয় সাঁতারু দলের প্রশিক্ষক নারগিস আরা এ্যানি, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহম্মেদ প্রমুখ।
আয়োজকরা জানান, সারা দেশে ১৯ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা আগামী ২ অক্টোবর শেষ হবে। প্রতিটি জেলা থেকে বয়সভিত্তিক চারটি গ্রুপের ছেলে ও মেয়েদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০ জন করে বাছাই করা হবে।
পরবর্তী সময়ে সারা দেশ থেকে ৬০ জনকে জাতীয় সাঁতারু হিসেবে বাছাই করা হবে। আর তাদের প্রত্যেককে নগদ পাঁচ লাখ টাকা ও সনদ দেওয়া হবে।