ঝালকাঠিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা উদীচী শিল্পগোষ্ঠী। ছবি : এনটিভি
জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঝালকাঠিতে সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা উদীচী শিল্পগোষ্ঠী। আজ রোববার বেলা ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান, প্রজন্ম সাহিত্য সংসদের পরিচালক উজ্জ্বল মজুমদার, মো. রিজভী ও ইয়াসিন জনি।
মানববন্ধনে বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সাম্প্রদায়িতরা রুখে দিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তাঁরা।