স্টেডিয়ামে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা দেখতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাত সোয়া ৮টার দিকে তিনি স্টেডিয়ামে যান।
ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন। এ ছাড়া ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবির তিনজন পরিচালক।
বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করলেই হাত তালি দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী। খেলা শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী স্টেডিয়ামে ছিলেন। কাছ থেকে দেখলেন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়। খেলা শেষ হওয়ার পর জাতীয় পতাকা নাড়িয়ে ক্রিকেটারদের উৎসাহ দেন।
২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে রেখেছে বাংলাদেশ।
আজ জিতলেই তিন ম্যাচের এ সিরিজে জিতে যাবে বাংলাদেশ।