সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্য ৮ আগস্ট
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।
আজ সোমবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী এ দিন ধার্য করেন।
এর আগে প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ জনের উপস্থিতিতে তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
আলোচিত সাত খুন মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব মল্লিক, অবসরপ্রাপ্ত এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল মনিরুল ইসলাম। এ নিয়ে মামলার ১২৭ জন সাক্ষীর মধ্যে ৯৭ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
এর আগে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব ১১-এর সাবেক অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে অপহরণ করা হয়। এর তিনদিন পর ছয়জন ও পরের দিন আরেকজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা থানায় আলাদা দুটি হত্যা মামলা করা হয়।