মেহেরপুরে বাস উল্টে আহত ২৫

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর নামক স্থানে আজ সোমবার একটি বাস উল্টে রাস্তার পাশের পাটক্ষেতে পড়ে যায়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। আজ সোমবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গাংনী উপজেলার অলিনগর নামক স্থানে পৌঁছালে অপর একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে পাটক্ষেতে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।