চট্টগ্রামে ‘আনসারুল্লাহ বাংলা’র ৫ সদস্য আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/01/photo-1470053254.jpg)
চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর পতেঙ্গা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ সোমবার চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) নাজমুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা জানান, গত রাতে পতেঙ্গার কাঠগড় এলাকার একটি বাড়ির চারতলায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা গোপন বৈঠক করছে বলে পুলিশের কাছে খবর আসে। এই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়।
আটক পাঁচজন হলো আক্কাস আলী, আতিকুল হাসান, জামসেদুল আলম, মো. রুবেল ও মো. মহিউদ্দিন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ল্যাপটপ, সাতটি মোবাইল এবং ১১টি ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে বলে জানান নাজমুল হাসান। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা নিজেদের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।