চট্টগ্রামে মাঝারি ভূমিকম্প

চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর ফলে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে পাঁচ দশমিক শূন্য। আজ সোমবার বিকেল ৪টা ১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫০৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমার এলাকায় ছিল বলেও জানান আবহাওয়াবিদ।