চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জঙ্গি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা- কর্মচারীরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীরা নগরীর রয়েল রোড ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন করে।
এ সময় আয়োজিত এক সমাবেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, সহকারী পরিচালক ডা. আবদুর রহিম, চট্টগ্রাম আমেরিকান হাসপাতালের অধ্যাপক ডা. কাজী জয়নাল আবেদীন, চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে জঙ্গিবিরোধী কার্যক্রম জোরদার, জনসচেতনতা সৃষ্টি এবং অভিভাবকদের সচেতন হওয়াসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করা হয়।