কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জঙ্গিবাদবিরোধী মিছিল

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আজ সোমবার সকাল ১১টায় কলাতলীস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মোড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয় হল রুমে আয়োজন করা হয় সমাবেশের।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল কাশেমসহ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা এতে বক্তব্য দেন।