চুয়াডাঙ্গায় দুই ইউনিয়নের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহণ করেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার দুপুরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল হাফিজ। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভ্চ্ছো জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন, সীমান্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারমান ময়েনউদ্দিন ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ইউএনও নুরুল হাফিজ বলেন, জনগণ ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে। জণগণের চাহিদা পূরণ করবেন এবং সরকারের গৃহীত সব কর্মসূচি পালন করবেন।