ভোলায় জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ভোলায় হাজারো শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন করেছে। ‘জঙ্গি ও সন্ত্রাস নয়, শান্তিতে বাঁচতে চাই’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের জুগিরঘোল আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন ধরনের প্লাকার্ড ও ফেস্টুন।
এ সময় বক্তব্য দেন ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার জন্যই একটি চক্র দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। এদের একযোগে প্রতিহত করতে হবে।
অধ্যক্ষ সাফিয়া খাতুন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় এনে বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মো. মনির হোসেন প্রমুখ।