চট্টগ্রামে ‘আনসারুল্লাহ’র পাঁচ কর্মী রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন পাঁচ কর্মীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর আদালত।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট আবদুল কাদের এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, পতেঙ্গা থানায় দায়েরকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুরের আবেদন করেছিলেন।
বার্তা সংস্থা বাসস জানায়, গত সোমবার পতেঙ্গা থানার কাটগড় এলাকার একটি ভাড়া করা বাড়ি থেকে আনসারুল্লাহর পাঁচ কর্মীকে আটক করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আতিকুল ইসলাম ইমন, জমশেদুল আলম হৃদয়, আক্কাছ আলী নয়ন, রুবেল ও মহিউদ্দিন।
পুলিশ তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোনসেট ও শতাধিক জিহাদি লিফলেট উদ্ধার করে। পরে এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা করা হয়।