গাংনীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনী উপজেলায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংসদ সদস্য মকবুল হোসেন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নার্সারি মালিক ও সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।