উপকূলীয় অঞ্চলের জন্য তৈরি হচ্ছে বিশেষ সিমেন্ট

জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির মুখে থাকা দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণের জন্য বিশেষায়িত সিমেন্ট উৎপাদন করা হচ্ছে। প্রথমবারের মতো উচ্চ শক্তিসম্পন্ন সিমেন্ট উৎপাদনের উদ্যোগ নিয়েছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।
আজ বুধবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী এসব কথা জানান। তিনি বলেন, দেশের ৭১০ কিলোমিটার বিস্তৃত উপকূলে বসবাসকারী চার কোটি মানুষের স্বার্থে ‘ডায়মন্ড কোস্টাল প্লাস’ নামের এই সিমেন্ট উৎপাদন করা হবে। এটি হবে লবণাক্ততা প্রতিরোধক। এ সিমেন্ট ব্যবহার করে তৈরি অবকাঠামোকে নদী ও সমুদ্রের নোনা পানি ক্ষতি করতে পারবে না। এ ছাড়া দেশের যে কোনো অবকাঠামোতেও এই সিমেন্ট ব্যবহার করা যাবে বলে জানান তিনি।
সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী, নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।