মুজিবনগরে গাছের সঙ্গে ট্রলির ধাক্কা, নিহত ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সানোয়ার হোসেন (৪৫) নামের এক পাওয়ার ট্রলিচালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর নারিজাকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানোয়ার হোসেন একই উপজেলার ভবেরপাড়া গ্রামের সইম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন তাঁর নিজস্ব পাওয়ার ট্রলিতে করে পাট নামিয়ে মাঠ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক সানোয়ার রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বল্লবপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মূত্যু হয়।
বল্লবপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সানোয়ারের লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।