মোংলায় জঙ্গিবিরোধী সমাবেশ

জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ‘দেশের মধ্যে জঙ্গি হামলা- রুখে দাঁড়াও সমগ্র বাংলা’ স্লোগানে পৌরসভার সামনের শেখ আবদুল হাই সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সার্ভিস বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মানববন্ধন ও সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।