শিক্ষকের বদলি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
সুনামগঞ্জে একজন শিক্ষকের বদলি বাতিলের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
সোমবার দুপুরে হাসননগর সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বিদ্যালয়ের গণিতের শিক্ষক আমিনুল ইসলামকে বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলে, ওই বিদ্যালয়ের দিবা শাখায় মাত্র দুজন গণিতের শিক্ষক রয়েছেন। এর মধ্যে একজনকে বদলি করে তাঁর পরিবর্তে কোনো শিক্ষক দেওয়া হয়নি। তাই ওই শিক্ষকের বদলি বাতিলের জন্য সড়কে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী নাযরা তান নাঈম সালওয়া, সাদিয়া আক্তার খান, ইসরাত জাহান মীম, রওশন আরা, নন্দিনী কর্মকার প্রাচী প্রমুখ।
পরে সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ এসে ওই শিক্ষকের বদলি বাতিল করা হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।