অভিযানে বিএনপিকর্মীদের হত্যা করা হচ্ছে না : তথ্যমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কর্মীদের হত্যা বা আটক করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য মতবিমিনয় সভায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যারা মারা যাচ্ছে তারা কেউ না কেউ জামায়াতের সশস্ত্র ক্যাডার, জঙ্গি সংগঠন জেএমবি, না হয় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। এরা যদি বিএনপির অঙ্গ সংগঠন হয়ে থাকে তাহলে কিছু বলার নেই।
হাসানুল হক ইনু বলেন, ‘আমরা রাজনৈতিক দল দমনে বিশ্বাসী নই, আমরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে জঙ্গি-সন্ত্রাস দমন এবং নির্মূলে অভিযান চালাচ্ছি। বিএনপি ও খালেদা জিয়া অতীতের মতোই যেমন যুদ্ধাপরাধী, ৭১-এর খুনি এবং বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর চেষ্টা করেছে তেমনি তারা এখন এই জঙ্গিবিরোধী অভিযান আটকানোর চেষ্টা করছে।’
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি বলেন, ‘খালেদা জিয়া এবং বিএনপি একদিকে যুদ্ধাপরাধের দল, অন্যদিকে জামায়াতের সঙ্গে সশস্ত্র জোটবদ্ধ। সরাসরি ৭১, ৭৫, ২১ আগস্ট ও জঙ্গি তাণ্ডবে মানুষ পোড়ানো ভয়ংকর খুনি সিন্ডিকেটের প্রধান বেগম খালেদা জিয়া। তিনি গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের জন্য অনুপযুক্ত।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়, সেই মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে জঙ্গি সন্ত্রাসীরা। তাদের নির্মূল অভিযানে আমরা কাউকে ছাড় দেব না। খালেদা জিয়া যতই চেষ্টা করুক না কেন, স্বঘোষিত এই জঙ্গি খুনিদের উনি বাঁচাতে পারবেন না।’
তথ্যমন্ত্রী পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ভেড়ামারা কলেজের আয়োজনে অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা প্রমুখ।