শরীয়তপুরে শিশুর লাশ উদ্ধার, আটক ১

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রামের একটি পরিত্যক্ত খালের পাড় থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
নিহত কিশোরী সাহিদা আক্তার নিপা (১২) লাকাচুয়া গ্রামের মানিক সরদার জৈনউদ্দিন সরদারের মেয়ে। আটক ব্যক্তির নাম মিজান বাঘা (৩২)।
গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাহিদা আক্তার নিপা দুধ আনতে একই গ্রামের তার ফুফুর বাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দেড় ঘণ্টা পার হয়ে গেলেও সাহিদা ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি খালে সাহিদার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে সাহিদার লাশ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের খালাতো বোনের স্বামী মিজান বাঘাকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল লাশ মর্গে পাঠানো হয়েছে।
সাহিদার বাবা মানিক সরদার বলেন, ‘আমার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। কেন আমার মেয়েকে হত্যা করা হলো? আমি এই হত্যার বিচার চাই।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়েটিকে কীভাবে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে তা বোঝা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির এক আত্মীয়কে আটক করা হয়েছে।’