কেশবপুরে ২১০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

যশোরের কেশবপুরে ত্রিমোহিনী ইউনিয়নের একটি গ্রামের ২১০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সুইচ টিপে মির্জানগর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন।
মির্জানগর গ্রামের ২১০টি বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ দিতে ৪৮ লাখ ৪১ হাজার ১০০ টাকা ব্যয়ে ৩ দশমিক ৫৮৬ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করা হয়েছে বলে জানান যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কেশবপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ছিদ্দিকুর রহমান।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার সালাউদ্দিন আল বিতারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সচিব সাংবাদিক মোতাহার হোসাইনসহ অন্যরা।