জঙ্গি দমনের নামে মানুষ হয়রানিও সন্ত্রাস : হেফাজত

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে নিরীহ মানুষকে হয়রানি করাও সন্ত্রাস বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
আজ শুক্রবার দুপুরে সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।
নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যার প্রতিবাদ ও শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মঈনদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা নাস্তিক্যবাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সংগ্রাম চলবে উল্লেখ করে তাঁদের সংগঠন যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলে জানান।