নানা আয়োজনে চুয়াডাঙ্গায় স্থানীয় শহীদ দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার পালিত হয়েছে চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ আগস্ট জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে চুয়াডাঙ্গার আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
দিবসটি উপলক্ষে জগন্নাথপুরে আট শহীদের সমাধি (আট কবর) চত্বরে জাতীয় সংসদের হুইপ, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগসহ সমমনা দলগুলো নানা কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা শহীদ সমাধিতে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন।
শেষে আট কবর চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ আটজন হলেন আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামদ্দিন, রওশন ও খোকন।