জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে চট্টগ্রামে কর্মসূচি ঘোষণা

চট্টগ্রাম জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি
জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণসমাজকে সচেতন করার লক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকালে স্থানীয় সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক জঙ্গি পরিস্থিতি দেশ তথা তরুণ প্রজন্মের জন্য অশনিসংকেত হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থায় যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আগামী ২৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত তরুণদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী উদ্দীপনামূলক নানা কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।