সুন্দরবনে দস্যুদের আস্তানা ধ্বংস করার দাবি

সুন্দরবনে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানের দ্বিতীয় দিনে দস্যুদের ৮-১০টি আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করার কথা জানানো হয়েছে।
আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় ‘পাইরেটস হান্ট’ অভিযান চালানো হয়। এদিন এক বনদস্যু আটক করার কথা জানায় যৌথ বাহিনী।
কোস্টগার্ড জানায়, বিকেলে পশ্চিম সুন্দরবনের কয়রার জোড়াশিং বাজারসংলগ্ন জাভা নদী থেকে বনদস্যু সোহাগ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টুকে (৪০) আটক করা হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, আটক দস্যু মিন্টু জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য ওই এলাকায় অবস্থান করছিল।
জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে আটক করে। সুন্দরবনের দস্যু দমনে ও মুক্তিপণের জন্য ডাকাতদের কাছে জিম্মি থাকা জেলেদের উদ্ধারে বুধবার থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযান শুরু হয়েছে। অভিযানে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজ ছাড়া ছয়টি অত্যাধুনিক নৌযান অংশ নিয়েছে। সুন্দরবনের দস্যুদের গ্রেপ্তারে সন্তোষজনক ফলাফল না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখা হবে।