জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু সেতু ট্রেন চলাচল শুরু
পানি কমার সঙ্গে সঙ্গে জামালপুরে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ শনিবার থেকে জামালপুর-সরিষাবাড়ী-বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্বপাড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেললাইনে পানি ওঠায় গত ৩০ জুলাই রাতে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগের রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সেকশনেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৩ আগস্ট ওই পথে ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর জংশন স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টায় ৩৭ আপ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের উদ্দেশে ছেড়ে যায়।