অধিক উচ্চতার জোয়ারে উপকূল প্লাবিত হওয়ার আশঙ্কা

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আজ শনিবার দুপুর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে।
ঝড়-বৃষ্টির ফলে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে ওঠায় সাগরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লারা সুন্দরবনে বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলে-মহাজনরা।
এ ছাড়া অমাবস্যার প্রভাবে উপকূলীয় মোংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ অন্যান্য জায়গা স্বাভাবিক জোয়ারের চেয়ে দু-তিন ফুট অধিক উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।