সাইকেল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আজমতপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে তামিম (৩) ও শামীম মিয়ার মেয়ে জান্নাত (৪)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, কালীগঞ্জের আজমতপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে ও একই বাড়ির শামীম মিয়ার মেয়ে একটি বেবি সাইকেল নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে সেটি পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় ওই সাইকেলটি উঠিয়ে আনতে শিশু দুটি পুকুরে নামলে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ওই সাইকেলটি পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুরে তল্লাশি চালিয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে।
পরে শিশু দুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি আলম চাঁদ।