জোয়ারের পানিতে পিঠ ঠেকে গেছে

জোয়ারের পানি ও জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে জানিয়েছেন দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
আজ শনিবার দুপুরে জলাবদ্ধতার শিকার কয়েক হাজার ব্যবসায়ী খাতুনগঞ্জে দোকান বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
সভায় বক্তারা পাইকারি বাজার খাতুনগঞ্জের দুঃখ কর্ণফুলী নদী ও চাক্তার খাল খনন, পরিক্ল্পিতভাবে বেড়িবাঁধ নির্মাণ, অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যবসায়ীদের বিভিন্ন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। দিনি দ্রুত জলাবদ্ধতা নিরসন ও বিরাজমান সমস্যা সমাধানে প্রতিশ্রুতির দেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরীকে স্থায়ীভাবে নিরাপত্তার বেষ্টনীতে আনয়নের লক্ষ্যে মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল একাডেমি পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, বাঁধের ওপর চার লেনে রাস্তা নির্মাণ, বন্যানিয়ন্ত্রণ দেয়াল নির্মাণ, ২৬টি ছোট-বড় খাল খনন এবং সব খালের মুখে পাম্প হাউসসহ স্লুইস গেট নির্মাণের একটি মেগা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
মেয়র বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা সংক্রান্ত ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ লাঘব হবে। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে স্বাভাবিক পানি চলাচলে বেঘাত সৃষ্টির কারণে বৃষ্টির পানিতেও বহু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
আ জ ম নাছির বলেন, জরিপ পরিচালনা করে নগরবাসীর যাবতীয় সমস্যা চিহ্নিত করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে চিহ্নিত সমস্যাগুলো একে একে সমাধান করা হবে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় অতি জোয়ারের পানি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ দুর্ভোগ লাঘবে কর্ণফুলী নদীর ড্রেজিং কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর খাল-নালা অবৈধ দখলমুক্ত করার জন্য ৪১টি ওয়ার্ডে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে। তিনি আশা করেন, সার্বিক স্বার্থে ধর্ম-বর্ণ-গোত্র-রাজনৈতিক ও আঞ্চলিক বৈষ্যমের ঊর্ধ্বে উঠে সব নাগরিক এ অভিযানে সহযোগিতায় এগিয়ে আসবেন। তিনি চাক্তাই-খাতুনগঞ্জ এলাকাকে যানজটমুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেছেন। তিনি নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের বকশিরহাট কাঁচাবাজারের স্থানে বহুতল একটি ভবন গড়ে তোলা হবে। সেখানে কাঁচাবাজারসহ ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। এ ভবনে কমিউনিটি সেন্টার, আবাসিক ব্যবস্থা, বহুমাত্রিক ব্যবহার উপযোগী, আধুনিক গণশৌচাগার এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে। এ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দেওয়া হবে বলে মেয়র জানান।
সমিতির সভাপতি সোলেমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন,প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, হাজি ইসমাইল বালি, সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন, আবদুস সালাম, এস এম মানুনুর রশিদ বক্তব্য রাখেন।