চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের আয়োজেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সুলতানা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। প্রভাষক শাহীনুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, ড. এম এ রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, রবীন্দ্রনাথের রচনায় মানবপ্রেম সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। মানবপ্রেমই পারে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দূরে রাখতে।
আলোচনা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।