বগুড়ায় সোনাতলা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বগুড়ায় সোনাতলায় শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে পৌরসভা নির্বাচনের ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : এনটিভি
বগুড়ার সোনাতলায় শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ সকাল থেকেই সোনাতলা পৌরসভায় মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোট প্রদান করছেন। এসব কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবি ও স্ট্রাইকিং ফোর্সও তাদের টহল অব্যাহত রেখেছে।