আফ্রিকান-এশিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে আফ্রিকান-এশিয়ান সম্মেলনের ৬০তম আসর। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে রয়েছেন ৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। তাঁদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।urgentPhoto
আজ বুধবার সকালে বালাইসিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সম্মেলনের এবারের মূলভাব ‘বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য দক্ষিণ-দক্ষিণ সহায়তা জোরদার’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মুহূর্তে তিনদিনের সরকারি সফরে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তিনি সম্মেলনে যোগ দিয়েছেন।
আজ সকালে জাকার্তা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো তাঁকে অভ্যর্থনা জানান। তিনিসহ অন্য প্রতিনিধিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ফটোসেশনে অংশ নেন।
প্রথম আফ্রিকান-এশিয়ান সম্মেলন হয় ১৯৫৫ সালে। সে সময় প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল।
গতকাল মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।