মেহেরপুরে পতাকা বৈঠক করে ২ দেশের নাগরিককে হস্তান্তর

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক দুই নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে মুক্তি পেয়েছেন। আজ সোমবার দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠকের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতায় তাঁদের মুক্তি দেওয়া হয়।
হস্তান্তর করা নাগরিকরা হলেন বাংলাদেশের সামাদুল ও ভারতের বিজয় বিশ্বাস।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ জানান, সোমবার বেলা ১১ টার দিকে কৃষক সামাদুল ইসলাম (৪০) বুড়িপোতা সীমান্তের ১১৭/১/এস পিলারের কাছে মাঠের মধ্যে নিজ জমিতে কাজ করার সময় ভুলবশত ভারতের ভূ-খণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশি কৃষকরা ভারতীয় নাগরিক বিজয়কে একই মাঠ থেকে ধরে নিয়ে এসে বিজিবির কাছে সোপর্দ করে। পরে আটক দুই দেশের নাগরিককে ফেরত দেওয়া নিয়ে বুড়িপোতা সীমান্তের ১১৭ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে শুরু হয় পতাকা বৈঠক। দুই দফা পতাকা বৈঠকের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমঝোতায় বিকেল সাড়ে ৫টার সময় উভয় দেশের নাগরিককে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বুড়িপোতা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহিদ হোসেন এবং বিএসএফের পক্ষে বেষ্ঠপুর কোম্পানি কমান্ডার এসি প্রদীপ কুমার।