শিল্প মন্ত্রণালয়ের জমি আর লিজ দেওয়া হবে না

শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেওয়া বা বিক্রি করা হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, আগে যা লিজ বা বিক্রি হয়েছে তা উদ্ধার করে শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা চত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৫৬২টি মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা জানান।
আমির হোসেন আমু বলেন, ‘খালেদা জিয়া এ দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চান। এজন্য তারা দেশে প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। জনগণের কাছে আজ তারা চিহ্নিত হয়েছে। তাদের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছে। কিন্তু সেখানে তারা কোনো শিল্প কারখানা স্থাপন করেনি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছে। ’
আমির হোসেন আমু আরো বলেন, ‘২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার । এ অঙ্গীকার বাস্তবায়নে দেশে টেকসই শিল্প খাত গড়ে তোলার কোনো বিকল্প নেই।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিব আব্দুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্বাস্থ্যকর্মীদের কাছে মোটরসাইকেল ও চাবি হস্তান্তর করেন।