মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বাগেরহাটের মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। নিম্নচাপটি আজ বুধবার সকাল থেকে খুলনা অঞ্চল ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলের ওপর দিয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুরেও তা অব্যাহত ছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ থেকে জানা যায়, নিম্নচাপের কারণে গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ বন্ধ রয়েছে। ঝড়ে শহর ও শহরতলির বিভিন্ন স্থানে গাছ পড়ে রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নিম্নচাপের প্রভাবে খুলনা, বাগেরহাট, মোংলাসহ অন্য এলাকায় স্বাভাবিকের তুলনায় অধিক উচ্চতার জোয়ার হতে পারে। এদিকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় মাছ ধরতে যাওয়া জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছেন।