চট্টগ্রাম বিএনপির কমিটিতে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

চট্টগ্রামে চান্দগাঁও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ছবি : এনটিভি
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত কমিটিতে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন চান্দগাঁও বিএনপির নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতারা। এতে মধ্যে নগর বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর মুহাম্মদ হোসেন লিটন ও মো. আবু তোরাব বক্তব্য রাখেন।
বক্তারা নগর কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করে আবু সুফিয়ানকে মূল্যায়নের দাবি জানানো হয়। নতুন কমিটিতে সুফিয়ানকে সভাপতি না করে সিনিয়র সহসভাপতি করা হয়েছে।