গাজীপুরের প্রায় তিন হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় প্রায় তিন হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ বুধবার বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকার প্রায় তিন কিলোমিটার এলাকায় দুই ইঞ্চি পাইপ ব্যবহার করে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ এবং প্রায় দেড়শ বাসাবাড়ির অবৈধ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ ভাবে ব্যবহৃত প্রচুর পাইপও জব্দ করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন তিতাস গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক এস এম আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক সাবের আহমেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
একই সময়ে ভাওয়াল মির্জাপুর বাজারে কয়েকটি হোটেল ও ওষুধের দোকানে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।