ওজনে কম, ফিলিং স্টেশনকে জরিমানা

ওজনে কম দেওয়া এবং ভেজাল তেল বিক্রির দায়ে গাজীপুরের কালীগঞ্জের উত্তরা ফিলিং স্টেশনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ওই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে অবস্থিত উত্তরা ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে ভেজাল তেল বিক্রি এবং ওজনে কম দিয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরাও অভিযোগ করে।
আজ অভিযান পরিচালনার সময় হাতেনাতে ওজনে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে ফিলিং স্টেশনের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে মালিক মুচলেকা দেন।