নরসিংদীতে ১২০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১

নরসিংদীতে এক হাজার ২০০ ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মাধবদীর বিরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তরুণ সাগর ওরফে তুষারের (১৯) বাড়ি আড়াইহাজার উপজেলার রাশুদ্দি দক্ষিণপাড়ায়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া নরসিংদী ডিবির এসআই আবদুল গাফফার জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে একটি চক্র কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে। তাদের ধরার জন্য বিভিন্ন কৌশলের অংশ হিসেবে মঙ্গলবার রাত ১০টায় মাধবদীর বিরামপুর এলাকায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক হাজার ২০০ ইয়াবা বড়িসহ সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আবদুল গাফফার আরো জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। এ চক্রের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। সাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।